ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

ক্রিকেট

ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট নিলেন বোল্ট

ওয়ার্ল্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৭, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট নিলেন বোল্ট

ঢাকা: বিশ্বকাপের ২০তম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ধ্বংসাত্বক হয়ে উঠলেন নিউজিল্যান্ড ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। এদিন অজিদের ব্যাটিং লাইনআপে একাই ধস নামান এ বাঁহাতি।

সেই সঙ্গে তুলে নেন ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট।

অজিরা ৯৫ রানে প্রথম চার উইকেট হ‍ারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। তবে এর পরেই শুরু হয় বোল্ট তান্ডব। পরের টানা পাঁচটি উইকেটই তুলে নেন তিনি। তার বলে একে একে আউট হন গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, মাইকেল ক্লার্ক, মিচেল জনসন ও মিচেল স্টার্ক।

বোল্টের ওভারের পরিসংখ্যানটি ছিল ১০ ওভারে তিন মেডেন সহ ২৭ রানের বিনিময় পাঁচ উইকেট। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৪ রানের বিনিময়ে চার উইকেট ছিল বোল্টর সেরা বোলিং ফিগার।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।