ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

দিলশানের শতক

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৫, ফেব্রুয়ারি ২৬, ২০১৫
দিলশানের শতক

ঢাকা: বাংলাদেশের বিপক্ষে ম্যাচে শতক হাঁকিয়েছেন তিলকারত্নে দিলশান। এটি তার ২১তম শতক।

আর বাংলাদেশের বিপক্ষে চতুর্থ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) এ খেলা শুরু হয়। এতে শ্রীলংকার পক্ষে ওপেন করতে নামেন দিলশান।

দিলশানের এই শতকে সমানভাবে সাঙ্গাকারার পর চার শতকের মালিক তিনি।

ম্যাচে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন দিলশান। আর সুযোগ মতো ব্যাট চালাতে থাকেন। যার ফলে ১১৬ বলে তুলে নেন শতক। শেষ খবর পর্যন্ত তিনি অপরাজিত আছেন ১২০ বলে ১০৭ রান করে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।