ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

বরিশালের চাই আট উইকেট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৫
বরিশালের চাই আট উইকেট

ঢাকা: জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের খেলায় বরিশালের করা ৫৯৭ রানের জবাবে নাফিস ইকবালের সেঞ্চুরিতে (১০৮) প্রথম ইনিংসে ৩৩৯ রান করে চট্টগ্রাম বিভাগ। ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে দুই উইকেটে ৫৩ রান করেছে তারা।



তৃতীয় দিন শেষে বরিশাল বিভাগের চেয়ে এখনো ২০৫ রানে পিছিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।

জয় পেতে হলে শেষ দিনে চট্টগ্রামের ব্যাটসম্যানদের শেষ আট উইকেট তুলে নিতে হবে বরিশাল বোলারদের।
 
বুধবার বিকেএসপির দুই নম্বর গ্রাউন্ডে আগের দিনের করা দুই উইকেটে ১২৪ রান নিয়ে ব্যাটিংয়ে নামে চট্টগ্রাম। নাফিস ইকবালের ১০৮, ইরফান শুক্কুরের ৫২ ও নাজিম উদ্দিনের ৪৪ রানের ইনিংসে ভর করে ৩৩৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

সোহাগ গাজী নেন পাঁচ উইকেট।

ফলো-অনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও তেমন সুবিধা করতে পারেনি চট্টগ্রাম। দলীয় ৪ রানেই নাফিস ইকবালের উইকেট হারায় তারা। রানের খাতা খোলার আগেই নাসুম আহমেদের বলে শুন্য রানে আউট হন নাফিস। আরেক ওপেনার ইয়াসির আলী দলীয় ২৪ রানের মাথায় সোহাগ গাজীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন।

আবদু্ল্লাহ আল মামুন ২৯ ও তাসামুল হক ৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিনের খেলা শেষ করেছেন। দিন শেষে দুই উইকেটে ৫৩ রান তুলেছে চট্টগ্রাম বিভাগ।

এর আগে মোসাদ্দেক হোসেনের ডাবল সেঞ্চুরি (২৮২) ও সোহাগ গাজির ৯৪ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৫৯৭ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বরিশাল বিভাগ।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।