ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

ক্রিকেট

শান্ত বললেন, ‘আশা করি পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলব’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৩৩, মে ২৪, ২০২৪
শান্ত বললেন, ‘আশা করি পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলব’

বিশ্বকাপের ঠিক আগের সিরিজ। প্রস্তুতিটাই মূল লক্ষ্য।

  র‍্যাংকিংয়ে অনেক পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ই ছিল প্রত্যাশা। কিন্তু মাত্র বছর পাঁচেক আগে টি-টোয়েন্টি ক্রিকেটে পা পড়া দেশটির বিপক্ষে সিরিজই হেরে গেছে বাংলাদেশ।  

বৃহস্পতিবার রাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্রেফ ১৪৪ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু ওই রান করতে গিয়েও হেরেছে ৬ রানে। কেন এমন হার? ওই ব্যাখ্যা ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।  

তিনি বলেন, ‘আমার মনে হয় আমাদের জন্য খুবই হতাশার (দুই ম্যাচ হেরে যাওয়া)। মাঝের প্রায় প্রতিটি ওভারেই আমরা উইকেট হারিয়েছি। আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হেরে গেছি। ’

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হার ছিল এই ফরম্যাটে বাংলাদেশের ১০০তম হার। প্রথম দল হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই রেকর্ড করেছে তারা। এখন শেষ টি-টোয়েন্টি হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।  

এ নিয়ে শান্ত বলেন, ‘সত্যি বলতে আমরা খুব ভালো খেলিনি। আমাদের সামনে আরেকটা ম্যাচ আছে, খুব ভালো সুযোগ ওটা; নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য। আমি আশা করি পরের ম্যাচে ভালো ক্রিকেট খেলতে পারবো। ’

কেন এমন হার, তাহলে কি স্কিলের ঘাটতি আছে? তা অবশ্য মানতে রাজি নন বাংলাদেশ অধিনায়ক, ‘এটা আসলে স্কিলের ব্যাপার না। আমাদের মানসিকতা বদলাতে হবে। দুইটা ম্যাচের কোনোটিতেই আমরা ভালো ক্রিকেট খেলতে পারিনি। ’

বাংলাদেশ সময় : ০৮৩৩ ঘণ্টা, মে ২৪, ২০২৪
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।