ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

ক্রিকেট

কুশল-কামিন্দুর বিদায়ে বাংলাদেশের স্বস্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, মার্চ ৬, ২০২৪
কুশল-কামিন্দুর বিদায়ে বাংলাদেশের স্বস্তি

দ্বিতীয় ওভারেই লঙ্কান ব্যাটার আভিস্কা ফার্নান্দোকে বিদায় করলেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। ৪২ বলে ৬৬ রানের দারুণ এই জুটি ভেঙে দেন সৌম্য সরকার।

কিছুক্ষণ পর রান আউট হয়ে বিদায় নেন কামিন্দুও।

আগে ব্যাট করতে নেমে প্রথম ওভার কোনো রান দেননি শরিফুল। দ্বিতীয় ওভারে এসে আভিস্কাকে শূন্য রানে বিদায় করেন তাসকিন আহমেদ। এরপর তিনে নেমে কুশলের সঙ্গে জুটি গড়েন কামিন্দু। দুইজন যখন বিধ্বংসী হয়ে ওঠেন, তখন ব্রেকথ্রু এনে দেন সৌম্য। নবম ওভারে তার বল খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন কুশল। বিদায় নেন ২২ বলে ৩৬ রান করে।  

পরের ওভারে রিশাদের বল ঠিকঠাক নিয়ন্ত্রণ করতে পারেননি কামিন্দু মেন্ডিস। দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে শিকার হলেন রান আউটের। বিদায় নিলেন ২৭ বলে ৩৭ রান করে।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৭৮ রান।  

এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত। প্রথমটি জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।  

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।