ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জানুয়ারি ২৬, ২০২৪
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, একাদশে সাকিব

দুই দিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিপিএলের সিলেট পর্ব। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স।

আসরে একমাত্র অপরাজিত দল খুলনা। দুই ম্যাচের দুটোতেই জিতেছে তারা। অন্যদিকে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে রংপুর। আজকের ম্যাচে একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। সিঙ্গাপুরে চোখের ডাক্তার দেখিয়ে গতকালই দলের সঙ্গে যোগ দেন তিনি।

রংপুর একাদশ: রনি তালুকদার, বাবর আজম, ব্রেন্ডন কিং, নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ নবি, মাহাদী হাসান, আজমতউল্লাহ ওমরজাই, হাসান মাহমুদ, রিপন মণ্ডল।

খুলনা একাদশ: এনামুল হক বিজয় (অধিনায়ক), এভিন লুইস, আফিফ হোসেন, দাসুন শানাকা, মাহমুদুল হাসান জয়, হাবিবুর রহমান, ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ নাওয়াজ, নাহিদুল ইসলাম, মুকিদুল ইসলাম, নাসুম আহমেদ।

 

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৪

এএইচএস 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।