ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কার জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:২৭, জানুয়ারি ১৫, ২০২৪
শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কার জয়

ব্যাট হাতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের বোলিংয়েও প্রাণপণ লড়াই করে গেলেন সিকান্দার রাজা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসের অভিজ্ঞতায় আড়ালে পড়ে গেল তার সেই অলরাউন্ড পারফরম্যান্স।

শেষ বলের রোমাঞ্চে তিন উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো শ্রীলঙ্কা।

ব্লেসিং মুজারাবানির শেষ ওভার থেকে লঙ্কানদের দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে দুই চার মারেন ম্যাথিউস। কিন্তু তৃতীয় বল ডট দেওয়ার পর চতুর্থ বলে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। তাই শেষ দুই বলে প্রয়োজন হয় ছয় রানের। পঞ্চম বলে চার মারার পর শেষ বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করেন দুশমন্থ চামিরা।

কলোম্বোয় জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর চারিথ আসালাঙ্কার ১৬, ম্যাথিউসের ৪৬ ও দাসুন শানাকার অপরাজিত ২৬ রান শ্রীলঙ্কাকে দারুণ এক জয় এনে দিয়েছে। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ১৩ রানে ৩ উইকেট নেন রাজা। এর আগে ৪২ বলে তার ৫ চার ও ২ ছক্কায় ৬২ ইনিংসে ১৪৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।

 

বাংলাদেশ সময়ঃ ০০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪

এএইচএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।