ঢাকা, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

ক্রিকেট

যেমন ছিলেন, সাকিব তেমনই থাকবেন বলে আশা তার কোচের

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, জানুয়ারি ১৩, ২০২৪
যেমন ছিলেন, সাকিব তেমনই থাকবেন বলে আশা তার কোচের সংগৃহীত ছবি

মাগুরা থেকে এসে সাকিব আল হাসান ভর্তি হন বিকেএসপিতে। এরপর ক্রিকেটের মাধ্যমে পরিচিতি পান পুরো বিশ্বজুড়ে।

এখন দেশের সবচেয়ে বড় তারকা ক্রিকেটারও তিনি। তবে সম্প্রতি একটি নতুন পরিচয় যুক্ত হয়েছে সাকিবের সঙ্গে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার নির্বাচনী প্রচারের সময় মাগুরায় গিয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ছোটবেলা থেকেই সাকিবের ভরসাস্থল তিনি। তবে শিষ্য এখন এমপি হলেও একই রকম থাকবেন বলে আশা কোচ মোহাম্মদ সালাউদ্দিনের।

তিনি বলেন, ‘রাজনীতির ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। কেউ যদি এমপি বা প্রাইম মিনিস্টার হয়ে যায় সেটা নিয়ে আমার আগ্রহ নেই। সে আমার কাছে যেমন ছিল; আশা করি সাকিব আমার কাছে সেই মানুষই থাকবে। ’

‘সে এমপি হলো নাকি মন্ত্রী হলো সেটা আমার কাছে মুখ্য বিষয় নয়। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গে যে সম্পর্ক, সেটাই থাকবে। বাকিটা নিয়ে আমার আসলে কোনো ধরনের কোনো আগ্রহ নেই। ’

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।