বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) শিক্ষার্থীরা সম্প্রতি দুটি জাতীয় পর্যায়ের ই-স্পোর্টস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
‘অল স্টারস’ নামে দলটি ‘পূবালী ব্যাংক পিএলসি প্রেজেন্টস ১৩তম আইস্টার্ক বিজ্ঞান ও প্রযুক্তি উৎসব ২০২৫ – পাওয়ার্ড বাই রেটিনা’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ভ্যালোরান্ট সেগমেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৬০টি প্রতিষ্ঠান ও ৪০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।
এছাড়া দলটি ‘অষ্টম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভ্যাল ২০২৫–ডিআইটিসি ভ্যালোরান্ট কাপ’ প্রতিযোগিতাতেও অসাধারণ সাফল্য অর্জন করে।
সাত সদস্যের ‘অল স্টারস’ দলের মধ্যে তিনজন বিইউবিটির শিক্ষার্থী। তারা হলেন— অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও দলের টিম লিডার শিহাব আহমেদ সৈকত এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের দুই শিক্ষার্থী মো. আশরাফুল ইসলাম পলাশ ও ফজলে রাব্বী।
দলটি নিয়মিতভাবে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত ই-স্পোর্টস ও গেমিং প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এবং ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে চলেছে।
বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. শওকত আলী শিক্ষার্থীদের এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি প্রযুক্তিনির্ভর প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডেও নিজেদের প্রতিভা প্রমাণ করছে। এটি তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি ও দলগত মনোভাবের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ’
তিনি আরও বলেন, ‘বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা বিকাশে অনুপ্রেরণা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে বিশ্ববিদ্যালয় সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। ’
এনডি