দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ ডিলারদের নিয়ে কক্সবাজারের একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘টপ ডিলার্স মিট ২০২৫’, যার মূল চেতনা ছিল- ‘Power of Partnership: Promise of Progress’।
এই আয়োজনের মাধ্যমে ‘আকিজবশির গ্লাস’— গ্লাস শিল্পে তাদের অংশীদারদের অবদান, আস্থা ও একসঙ্গে এগিয়ে চলার শক্তিকে সম্মান জানিয়ে শীর্ষ ডিলারদের অসাধারণ অর্জনের জন্য পুরস্কার প্রদান করেছে।
আয়োজনে উপস্থিত ছিলেন- আকিজবশির গ্রুপের সিওও মোহাম্মাদ খোরশেদ আলম, আকিজবশির গ্লাসের সিনিয়র জেনেরাল ম্যানেজার আবদুহু সুফি ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষ ডিলাররা।
আরবি