ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‘লিট-কার্নিভাল' অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ১৭, ২০২৫
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য ‘লিট-কার্নিভাল' অনুষ্ঠিত

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগ আয়োজিত বর্ণাঢ্য 'ফুডি প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি  লিট-কার্নিভাল ২০২৫' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই নানান অনুষ্ঠানের মাধ্যমে এই ‘লিট কার্নিভাল’ অনুষ্ঠিত হয়।

এ সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবে সারা দেশের ২২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ২০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন। এই বর্ণিল আয়োজনটি শিক্ষার্থী, লেখক, শিক্ষাবিদ এবং শিল্প অনুরাগীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়। সাহিত্য রচনা, শৈল্পিক উদ্ভাবন এবং সৃজনশীল কাজকে উৎসাহিত করতে কার্নিভালে ছিল নানান বর্ণিল আয়োজন। যার মধ্যে ছিল— স্পট পোয়েট্রি ও আবৃত্তি, কমিক-কন ও কসপ্লে, পোস্টার প্রদর্শনী, নাটক, ও মাস্ক্যারেড।

প্রতিযোগিতা ছাড়াও, এ আয়োজনে সাহিত্য-অনুপ্রাণিত ফুড কোর্ট এবং জনপ্রিয় পুরাতন বই বিনিময়ের স্টল স্থাপন করা হয়, যা শিক্ষার্থী ও অতিথিদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন, এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মো. ফরাসউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক  লুভা নাহিদ চৌধুরী, পরে যিনি ক্যাম্পাস প্রাঙ্গণে স্টলগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

দিনের অন্যতম আকর্ষণ ছিল স্পট পোয়েট্রি প্রতিযোগিতা, যার বিচারক হিসেবে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য ও সানবিমস স্কুলের অধ্যক্ষ, মুনিজে মঞ্জুর; ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক উপ-উপাচার্য এবং ইংরেজি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. ফকরুল আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান শিক্ষকগণ। সন্ধ্যায় এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ