ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, অক্টোবর ১৭, ২০২৫
‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ অভিনন্দন কার্ড বিকাশ অ্যাপে

প্রকাশ হয়েছে এইচএসসি পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ এ পর্বের সফলতাকে উদযাপন করা, শুভেচ্ছা জানানোর ঐতিহ্য বহু পুরনো।

অগ্রজরা শুভেচ্ছা হিসেবে টাকা দেয়ার চলটাও ছিলো প্রথাগত। এবার, শিক্ষার্থীদের এ আনন্দঘন সাফল্য উদযাপন করতে বিকাশ অ্যাপের সেন্ড মানিতে যুক্ত হলো অভিনন্দন কার্ড।

‘রেজাল্টের খুশিতে, দোয়া দিলাম বিকাশ-এ’ সংবলিত দুইটি নান্দনিক কার্ড অ্যাপে ইতোমধ্যে যুক্ত করা হয়েছে। বিকাশ অ্যাপে এইচএসসি শিক্ষার্থীদের জন্য অভিনন্দন পাঠানোর এই বিশেষ সুবিধা দূরে থেকেও আনন্দে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দিয়েছে।

এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে বিকাশ অ্যাপের সেন্ড মানি আইকনে গিয়ে পরের ধাপে মোবাইল নম্বর দিতে হবে। এরপরে টাকার অংক বসিয়ে অভিনন্দন কার্ড নির্বাচন করতে হবে।

পরের ধাপে কার্ডের দেয়া ম্যাসেজ “তোমার জীবনে আসুক সাফল্য, আর তুমি পৌঁছে যাও উন্নতির শীর্ষে” নির্বাচন করতে পারেন অথবা গ্রাহক চাইলে নিজের পছন্দমত শুভেচ্ছা বার্তা লিখে সংযুক্ত করে নিতে পারেন। কার্ডের নিচের অংশে নাম বা স্বাক্ষর বা নিজের পছন্দমত সম্পর্কের নামও যুক্ত করে দিতে পারবেন। এরপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করলে যাকে পাঠানো হয়েছে তাঁর কাছে অভিনন্দন বার্তা সহ শুভেচ্ছা পৌঁছে যাবে।

প্রসঙ্গত ঈদ, বৈশাখ সহ বিভিন্ন উৎসব বা উপলক্ষ্যে অভিনন্দন ও শুভেচ্ছা পাঠাতে বিকাশ অ্যাপের এই গ্রিটিংস কার্ড বেশ জনপ্রিয়। বার্তা ও ছবি সম্বলিত গ্রিটিংস কার্ডগুলো গ্রহণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের অনুভূতিও প্রকাশ করতে পারছেন প্রিয়জনরা।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ