ঢাকার গুলশান-বাড্ডা লিংক রোড সংলগ্ন ট্রপিকাল মানকো টাওয়ারে অনুষ্ঠিত হলো “এমএইচআর এডুকেশন” নামক নতুন শিক্ষা ও ভিসা পরামর্শক প্রতিষ্ঠানের উদ্বোধন আনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মাহমুদুল হাসান হৃদয়।
এমএইচআর এডুকেশন মূলত দেশ ও বিদেশে উচ্চশিক্ষা প্রত্যাশী শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য সহায়ক প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটি IELTS, TOEFL এবং চীনা ভাষার জন্য HSK কোর্স ও প্রস্তুতির সুবিধাও প্রদান করছে।
প্রতিষ্ঠানটি ইউকে, চায়না, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএসএ-তে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক গাইডলাইন এবং অ্যাডমিশন প্রক্রিয়ায় সহায়তা করবে বলে জানানো হয়।
এমএম