ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

রক্তাক্ত হয়েও জিতলেন নাদাল, সেরেনা-ভেনাস জুটির বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, সেপ্টেম্বর ২, ২০২২
রক্তাক্ত হয়েও জিতলেন নাদাল, সেরেনা-ভেনাস জুটির বিদায়

ইউএস ওপেনে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করেছেন রাফায়েল নাদাল। তবে বেশ বেগ পোহাতে হয়েছে তাকে; পড়েছেন চোটেও।

তবুও হাল ছাড়েননি। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন এই স্প্যানিশ টেনিস তারকা।

একইদিনে মেয়েদের ডাবলসে চেক প্রজাতন্ত্রের জুটি লুসিয়ে হেরাদেস্কা ও লিন্দা নসকোভার কাছে হেরে বিদায় নিতে হয়েছে ভেনাস উইলিয়ামস ও সেরেনা উইলিয়ামস জুটিকে।  

বৃহস্পতিবার অ্যাশ স্টেডিয়ামে ইতালির ফাবিও ফনিনিকে ২-৬, ৬-৪, ৬-২, ৬-১ গেমে হারান নাদাল। শুরুটা অবশ্য ভালো হয়নি তার। এরপর ঘুরে দাঁড়ালেও ম্যাচের মাঝখানে নিজের র‌্যাকেট মাটিতে আছড়ে ফেলেন তিনি, সেটাই বাউন্স খেয়ে আঘাত করে। ব্যথায় মুখ থুবড়ে পড়ে থাকেন বেশ কিছুক্ষণ। সেই ধাক্কা কাটিয়ে ছন্দে ফিরে শেষ পর্যন্ত জয় নিয়ে কোর্ট ছাড়েন।

এদিকে মেয়েদের ডাবলসে চেক প্রজাতন্ত্রের জুটির কাছে ৭-৬ (৫), ৬-৪ গেমে হারেন ভেনাস ও সেরেনা উইলিয়ামস জুটি। যদিও সিঙ্গেলসে এখনও টিকে আছেন সেরেনা। নিজের পরবর্তী ম্যাচে শুক্রবার মাঠে নামবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।