ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

সাবেক ক্রিকেটার এএসএম ফারুকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, সেপ্টেম্বর ১৭, ২০২০
সাবেক ক্রিকেটার এএসএম ফারুকের মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক এএসএম ফারুক ও মো. জাহিদ আহসান রাসেল

সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক ম্যানেজার এএসএম ফারুকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।  

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দেশের ক্রিকেটের অন্যতম পরিচিত এই ব্যক্তিত্ব। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

ফারুক মোহামেডানের সাবেক অধিনায়কের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই ১৯৭৭-৭৮ মৌসুমে প্রথমবার ঢাকা লিগের শিরোপা জেতে ঐতিহ্যবাহী ক্লাবটি। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর দেশের ক্রিকেট বোর্ডের উচ্চপদে বিভিন্ন সময় দায়িত্ব পালন করেন ফারুক। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় হওয়া আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে তিনি বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।