ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

খেলা

আরও দু’বছর মিলানের কোচ পিওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, জুলাই ২২, ২০২০
আরও দু’বছর মিলানের কোচ পিওলি আরও দু’বছর মিলানের কোচ পিওলি

এসি মিলানের সঙ্গে নতুন করে আরও দু’বছরের চুক্তি করেছেন স্তেফানো পিওলি। ফলে এক সময়ের ইতালিয়ান জায়ান্ট ক্লাবটির হয়ে ২০২২ সাল পর্যন্ত কোচ হিসেবে থাকছেন তিনি।

এর আগে ৫৪ বছর বয়সী পিওলি ২০১৯ সালের অক্টোবরে মিলানের কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন। যেখানে তার সঙ্গে এই মৌসুমের শেষ পর্যন্ত চুক্তি ছিল। তবে সিরিআ লিগে তিন ম্যাচ বাকি থাকতেই মিলানকে পঞ্চম দল হিসেবে উন্নীত করায় এই পুরস্কার পেলেন।

এ প্রসঙ্গে পিওলি বলেন, ‘এসি মিলানের যে আস্থা আমি রাখতে পেরেছি, তার জন্য আমি খুশি। এর জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ, বিশেষ করে সমর্থকদের প্রতি, যাদের আমরা স্টেডিয়ামে মিস করছি। তবে এর মাঝেও তারা আমাদের সমর্থন করে গেছে। ’

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই ২২, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।