ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

অর্থের অভাবে বিশ্বকাপ খেলা হলো না বাকির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, এপ্রিল ২৬, ২০১৯
অর্থের অভাবে বিশ্বকাপ খেলা হলো না বাকির আব্দুল্লাহ হেল বাকি-ছবি: সংগৃহীত

চীনের বেইজিংয়ে চলছে আই.এস.এস.এফ শ্যুটিং বিশ্বকাপ- ২০১৯।  এবারের আসরের ১০ মিটার এয়ার রাইফেলের ৫৩ নম্বর লেনটা ফাঁকা। এই লেনে দাঁড়িয়ে বিশ্বকাপে খেলার কথা ছিল গেল কমনওয়েলথ গেমসে পদক পাওয়া আব্দুল্লাহ হেল বাকি’র। কিন্তু বাকি সেখানে পৌঁছাতেই পারেননি! অথচ আজ খেলার কথা ছিল তার।

বাংলাদেশ নৌ-বাহিনীর পক্ষ থেকে বাকির অর্থের সংস্থান হলেও ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের যাওয়ার কোনো পৃষ্ঠপোষক পাওয়া যায়নি। অর্থাৎ আর্থিক পৃষ্ঠোপোষকতার অভাবেই দেশ সেরা শ্যুটারের বিশ্বকাপে অংশ নেওয়া হলো না।

বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ বাংলানিউজিকে জানিয়েছেন, ‘ফান্ডের অভাবে আমরা যেতে পারিনি। শুধু অ্যাথলেট গেলে তো হবে না, কোচ ও ফেডারেশনের কর্মকর্তাদেরও যেতে হয়। আর আমরা যখন অনুমতি পেয়েছি তথন ভিসা নিয়ে সমস্যা দেখা দেয়, যাওয়ার অনুমতি পেতেও সমস্যা হয়। সবমিলিয়ে আর যাওয়া হয়নি। ’

৫৩ নম্বর লেনটা ফাঁকা পড়ে রয়েছেএদিকে এত বড় আসরে অংশ নিতে না পারায় বেশ হতাশ আব্দুলাহ হেল বাকি বললেন, ‘প্রস্তুতি নিয়েছিলাম ভালো। নেভি থেকে আমাকে সিলেক্ট করা হয়েছে। চীনে আজকে আমার ম্যাচ ছিল। তবে ফেডারেশনের সমস্যার কারণে আর যাওয়া হয়নি। ’

বছরে ৮টি শ্যুটিং বিশ্বকাপের আয়োজন করা হয়। তার মধ্যে দুই থেকে তিনটি বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ। সেখানেও যদি সহযোগিতার অভাবে বাংলাদেশ অংশ নিতে না পারে তবে অলিম্পিকে পদক জয় বাংলাদেশের জন্য স্বপ্নই থেকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।