ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

খেলা

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪২, সেপ্টেম্বর ১৬, ২০১৮
নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি ইলুড কিপচোগ। ছবি: সংগৃহীত

নিজের গড়া রেকর্ড নিজেই ভেঙে দিলেন কেনিয়ার ইলুড কিপচোগ। নিজের গড়া পুরানো রেকর্ড ভেঙে রোববার বার্লিনে ২ ঘণ্টা এক মিনিট ৩৯ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন ইলুড।

৩৩ বছর বয়সী এই ক্যানিয়ান তার চার বছর আগের করা রেকর্ডের থেকে এক মিনিট ১৮ সেকেন্ড কম সময়ে নতুন রেকর্ড গড়েন।  এই সময়ে তিনি ৪৩ কিলোমিটার পথ দৌড়ান।

 

নতুন এই রেকর্ড গড়ার পর কিপচোগ বলেন, ‘আমি শুধু ধন্যবাদ বলতে চাই। আসলে আমি শুধু আমাকে ছাড়ানোর জন্যই তৈরি হয়েছি, তাই খুব বেশি কষ্ট করতে হয়নি আমাকে। আমি বেশ ভালো অনুশীলন করেছি। আমার প্রশিক্ষকও বেশ ভালো ছিল। আসলে আমি দারুণ খুশি আমাকে পেছনে ফেলতে পেরে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।