ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

খেলা

স্বপ্ন ভাঙল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০১, এপ্রিল ২৮, ২০১৮
স্বপ্ন ভাঙল বাংলাদেশের স্বপ্ন ভাঙল বাংলাদেশের

ঢাকা: যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাই পর্বের খেলায় হেরে গেছে বাংলাদেশ।

শনিবার (২৮ এপ্রিল) ব্যাংককে সেমিফাইনালে ভারতের কাছে ৯-২ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল। এর ফলে যুব অলিম্পিক এশিয়া কাপে অংশ নেওয়া হলো না তাদের।

ফাইভ-এ-সাইড টুর্নামেন্টের প্রথম ১০ মিনিটের পর্বে দুই গোলে পিছিয়ে পড়া বাংলাদেশকে দ্বিতীয় পর্বে আরও এক গোল হজম করতে হয়েছে।

তৃতীয় পর্বে আরো ছয় গোল খেয়ে বসল তারা। বিনিময়ে দিতে পারল দুটি।

এদিকে, ফাইনালে ওঠা দুই দলই চলতি বছরের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার সুযোগ পাবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ২৮ এপ্রিল ২০১৮
এইচএল/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।