ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

নিজেকে বদলাবেন মরিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৫, নভেম্বর ৭, ২০১৫
নিজেকে বদলাবেন মরিনহো ছবি: সংগৃহীত

ঢাকা: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইংলিশ ফুটবল সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) দ্বারা এক ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞা পেয়েছেন হোসে মরিনহো। এ খবর এখন পুরোনো।

তবে এমন শাস্তির পর ভবিষ্যতে নিজেকে পুরোপুরি বদলাতে চান প্রায়ই বিতর্কের জন্ম দেওয়া চেলসির এ কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির সর্বশেষ ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে রেফারির সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগ ওঠে মরিনহোর ওপর। ড্রেসিং রুমে রেফারির সঙ্গে খারাপ আচরণ উল্ল্যেখ করে এফএ তাকে এক ম্যাচের স্টেডিয়াম নিষেধাজ্ঞা দেয়। ফলে শনিবার (০৭ নভেম্বর) স্টোক সিটির বিপক্ষে ব্লুজদের হয়ে থাকছেন না ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এ পর্তুগিজ।

এফএ ওয়েস্ট হামের বিপক্ষের ম্যাচে রেফারি জোন মোসের রিপোর্ট প্রকাশ করে। যেখান বলা হয়, মরিনহো তাকে চিৎকার করে গালিগালাজ করেছেন।

এদিকে মনিরহোকে পরবর্তীতে তার শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করা হলে সাবেক রিয়াল মাদ্রিদ কোচ বলেন, ‘আমি এরআগে মাঠে বেঞ্চ থেকে নিষেধাজ্ঞা পেয়েছিলাম। তবে এবার স্টেডিয়াম থেকে বহিস্কার যেটি আমাকে কাজ থেকে পুরোপুরি বিরত রাখবে। ’

তিনি আরো বলেন, ‘এই ব্যাপারটি আমার পরিবর্তন ঘটাবে। সবকিছুর পরিবর্তন হবে। আর এ শাস্তির ফলে ভবিষ্যতে আমি নিজেকে বদলে ফেলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ০৭ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।