ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

গ্রেফতার হলেন রিয়াল তারকা বেনজেমা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০০, নভেম্বর ৪, ২০১৫
গ্রেফতার হলেন রিয়াল তারকা বেনজেমা ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রান্সের পুলিশের দ্বারা গ্রেফতার হলেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার করিম বেনজেমা। তার ওপর সেক্স টেপ দিয়ে জাতীয় দলের ফুটবলার ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইলের অভিযোগ ওঠে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকট ভার্সাইয়ে স্থানীয় সময় সকাল ৯টায় বেনজেমাকে গ্রেফতার করা হয়।

লিঁও ফুটবলার ভালবুয়েনা একটি সেক্স টেপ বানান। তবে টেপটি পরে কোনভাবে ফাঁস হয়ে ব্ল্যাকমেইলারদের কাছে চলে যায়। এক সময় টেপ ছেড়ে দেবে বলে হুঁমকি দেওয়া হয় ও ১ লক্ষ ৫০ হাজার ইউরো চাওয়া হয়। এখন ধারণা করা হচ্ছে পরিচিতদের মধ্যে থেকেই কেউ এমনটি করছে।

বেনজেমার এ ব্যাপারে পুলিশ তদন্ত করছে। আর ধারণা করা হচ্ছে ব্ল্যাকমেইলারদের মধ্যে কার সঙ্গে বেনজেমার যোগসূত্র রয়েছে। এরআগে গত জুলাইয়ে সাবেক লিভারপুল ফুটবলার ডিবজিব্রিল সিসেকে একই অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৪ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।