ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

কুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে ফেনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৯, নভেম্বর ৩, ২০১৫
কুমিল্লাকে হারিয়ে সেমিফাইনালে ফেনী

ফেনী: কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০১৫ তে ফেনী জেলা দল কুমিল্লা জেলা দলকে ১-০ গোলে পরাজিত করেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।



ফেনীর পক্ষে জয়সূচক গোলটি করেন ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় সাহেদা আক্তার।

এ জয়ের ফলে ফেনী জেলা দল প্রতিযোগিতার সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামী শুক্রবার একই ভেন্যুতে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

এদিকে, বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি (ভারপ্রাপ্ত) মো. আবু সুফিয়ান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।