ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

খেলা

২০২০ পর্যন্ত বার্সায় ব্রাজিলিয়ান রাফিনহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৯, নভেম্বর ৩, ২০১৫
২০২০ পর্যন্ত বার্সায় ব্রাজিলিয়ান রাফিনহা ছবি: সংগৃহীত

ঢাকা: গত সেপ্টেম্বরে ইতালিয়ান ক্লাব রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পায়ে আঘাত পান বার্সেলোনার ব্রাজিল তারকা রাফিনহা। ছয় মাসের জন্য দল থেকে ছিটকেও পড়েন তিনি।

তবে, এর মধ্যেই সুখবর পেয়েছেন ব্রাজিল তারকা।

স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে আরও চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারকা মিডফিল্ডার রাফিনহা। ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত কাতালান ক্লাবটিতে থাকবেন তিনি।

৭৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ২২ বছর বয়সী সেলেকাও মিডফিল্ডারের সঙ্গে নতুন চুক্তি করেছে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা।

বার্সা ‘বি’ দলের হয়ে রাফিনহা খেলেছেন ৮৪ ম্যাচ। মূল দলের হয়ে খেলেছেন ৪৫টি ম্যাচ। বার্সা থেকে ২০১৩-১৪ মৌসুমে সেল্টাভিগোতে ধারে খেলেছেন আরও ৩৩টি ম্যাচ। জাতীয় দলের জার্সি গায়ে রাফিনহা নেমেছেন মাত্র দুটি ম্যাচে। এরপরই ইনজুরিতে পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ০৩ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।