ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

খেলা

অসুস্থ ভক্তকে রোনালদোর উপহার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ২, ২০১৫
অসুস্থ ভক্তকে রোনালদোর উপহার ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল বিশ্বে ক্রিস্টিয়ানো রোনালদোর রয়েছে অসংখ্য ভক্ত-সমর্থক। তার মধ্যে ক’জনই বা প্রিয় তারকার সান্নিধ্যে আসতে পারেন।

উপহার পাওয়াটাও তো কম কথা নয়। এমনই এক অসুস্থ ভক্তের কাছে বিশেষ উপহার পাঠিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার।

বিশ্বের সবচেয়ে মোটাকৃতির ব্যক্তি মোরেনেকে নিজের সাক্ষর করা একটি জার্সি দিয়েছেন রোনালদো। ওজন কমানোর জন্য অস্ত্রোপচারের আগে এমন উপহার পেয়ে রীতিমত উচ্ছ্বসিত ৩৭ বছর বয়সী এ মেক্সিকান নাগরিক। জানা যায়, মোরেনোর ওজন ৯৬০ পাউন্ড। তিনিই বিশ্বের জীবিতদের মধ্যে সবচেয়ে মোটা বা স্থূলকায় মানুষ।

স্বাস্থ্যসম্মত জীবনযাপনের লক্ষ্যে অস্ত্রোপচারের প্রথম ধাপে রয়েছেন মোরেনো। তাকে সাহস যোগানোর উদ্দেশ্যেই সই করা জার্সি উপহার দেন রোনালদো।

এক প্রতিক্রিয়ায় মোরেনো বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে, আমার ব্যাপারে আগ্রহ দেখানোয় রোনালদোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাঝেমধ্যে আমরা মনে করি, রোনালদোর মতো মানুষরা অন্য গ্রহে বসবাস করে। কিন্তু ব্যাপারটি আসলে তা নয়। আমার মনে হয়েছে যেন, ক্রিস্টমাসের আগেই ক্রিস্টমাস গিফট পেয়েছি। সাবাশ রোনালদো সাবাশ!’

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।