ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

খেলা

ফ্রান্স টিকিট নিশ্চিত করলো ইতালি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩২, অক্টোবর ১১, ২০১৫
ফ্রান্স টিকিট নিশ্চিত করলো ইতালি

ঢাকা: ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে আজারবাইজানকে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। এর ফলে আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নসশীপে খেলার যোগ্যতা অর্জন করলো সাবেক চ্যাম্পিয়নরা।



শনিবার (১০ অক্টোবর) রাতের ম্যাচে তোফিক বাহরামোভ স্টেডিয়ামে ‘এইছ’ গ্রুপ থেকে শীর্ষ হয়েই মাঠে নেমেছিল ইতালি। আর টুর্নামেন্টের শেষ দুই খেলায় দলটির একটি জয় প্রয়োজন ছিল। তবে বর্তমানে এক ম্যাচ হাতে রেখেই মিশন পেরিয়ে গেল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ইতালির হয়ে এদিন খেলার ১১ মিনিটেই লিড নেন এডার। তবে ঘরের মাঠের সুবিধে কাজে লাগিয়ে ম্যাচের ৩১ মিনিটে স্বাগতিক ফুটবলার দিমিত্রিজ নাজারোভ গোল করলে সমতায় ফেরে আজারবাইজান।

এদিকে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ইতালির এল শারাওয়ে গোল করলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় অ্যান্তোনিও কোন্তের শিষ্যরা।

বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে মাত্তেও ডারমিয়েনের গোল ইতালির লিড আরো বাড়িয়ে দেন। তবে ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালি।

এ ম্যাচে ইনজুরির কারণে ইতালির হয়ে কেলতে পারনে নি ডোমেনিকো বেরারতি, অভিজ্ঞ আন্দ্রে পিরলো ও লরেন্জো ইন্সগনে। আগামী ১২ অক্টোবর নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইতালি।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ১১ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।