ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

খেলা

জয়ে ফিরল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, অক্টোবর ১, ২০১৫
জয়ে ফিরল ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ডাচ ক্লাব পিএসভির বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে উলফসবার্গকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ পর্বে প্রথম জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা।



ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে খেলা শুরুর চার মিনিটেই পিছিয়ে পড়ে ম্যানইউ। উলফসবার্গের হয়ে গোলটি করেন জার্মান মিডফিল্ডার ড্যানিয়েল ক্যালিগিউরি। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে স্বাগতিকদের সমতায় ফেরান স্প্যানিশ তারকা হুয়ান মাতা। ১-১ সমতায় থেকে বিরতিতে যায় রেড ডেভিলসরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে মাতার পাসে গোল করেন ইংলিশ ডিফেন্ডার ক্রিস স্ম্যালিং। লিড নেয় ম্যানইউ। সমতায় ফিরতে নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি জার্মান জায়ান্টরা। তাই ম্যাচ শেষে প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছাড়ে লু্ইস ফন গালের শিষ্যরা।

২১ অক্টোবর (বুধবার) গ্রুপ ‘বি’র পরবর্তী ম্যাচে রাশিয়ার সিএসকে মস্কোর মুখোমুখি হবে ম্যানইউ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।