ঢাকা, মঙ্গলবার, ৯ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

খেলা

বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপকিংস-আবাহনী মহারণ আজ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
বসুন্ধরা গ্রুপ ফেডারেশন কাপকিংস-আবাহনী মহারণ আজ

বসুন্ধরা কিংস এবং আবাহনীর লড়াই মানেই আলাদা উত্তেজনা। মাঠ ও মাঠের বাইরে এই উত্তেজনার রেণু ছড়ায় সমানতালে।

আজ ক্লাব ফুটবলের দুই জায়ান্ট মুখোমুখি হবে ফেডারেশন কাপের শিরোপার লড়াইয়ে।  

মঙ্গলবার (২২ এপ্রিল) রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বেলা পৌনে ৩টায়। সরাসরি দেখা যাবে চ্যানেল টি-স্পোর্টসে।

কিংস-আবাহনী এরই মধ্যে ফেড কাপে মুখোমুখি হয় প্লে-অফে। কুমিল্লার সেই ম্যাচে ১-০ গোলে পিছিয়ে থাকার পর এবং ১০ জনের দল নিয়ে জেতে আবাহনী। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্রয়ের পর কিংসকে টাইব্রেকারে হারায় আকাশি-নীল জার্সিধারীরা। এছাড়া মৌসুমে লিগ ম্যাচেও কিংসকে হারিয়েছে ধানমন্ডিপাড়ার ক্লাবটি। আরেকটি ম্যাচের আগে অবশ্য পুরোনো স্মৃতিতে বিশ্বাসী না আবাহনী কোচ মারুফুল হক। ভালো খেলেই কিংসকে হারিয়ে শিরোপা জিততে চান তিনি, ‘বসুন্ধরা (কিংস) বর্তমান চ্যাম্পিয়ন। তারা খুব ভালো একটি টিম, তাদের তো আর বলে কয়ে হারানো যায় না। তারপরও আমি আশাবাদী যেহেতু দলে দুজন বিদেশি যোগ হয়েছে এবং সর্বশেষ দুই ম্যাচে আমরা তাদের হারিয়েছি। তা ছাড়া আমাদের খেলোয়াড়দের যে ডেডিকেশন এবং মটিভেশন, মানে একটা ভালো কিছু করার যে স্পৃহা দেখেছি সেটাই আমাকে আত্মবিশ্বাসী করেছে। ’

ম্যাচের আগের দিন সোমবার ময়মনসিংহ পৌঁছে দুই দল। বিকালে অনুশীলন সেশন শেষে মারুফুল হক জানিয়েছেন দলে ইনজুরির প্রবণতা নেই, ‘আমরা আজকে (গতকাল) দুপুরে ময়মনসিংহ এসেছি। বেলা ৩টায় অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, কেবল বাবলুর কার্ড সমস্যা আছে। এ ছাড়া সবাই ফিট। আমি কালকে চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে আশাবাদী। ’ কোচের কথামতোই একই সুর দলের উইঙ্গার শাহরিয়ার ইমনের। কিংসকে দুবার হারিয়ে মনোবল তুঙ্গে। বলেছেন, ‘অবশ্যই আমরা ফাইনাল জিততে চাই। তাদের আমরা দুবার হারিয়েছি, এবারও হারাব ইনশাল্লাহ। ’

আবাহনীর মনোবলকে সমীহ করছেন কিংস কোচ ভ্যালেরি তিতে। আক্ষেপ আছে ফেড কাপের প্লে-অফ ম্যাচ হারায়। তবে ফাইনালে আবাহনীকে হারিয়ে শিরোপা ধরে রাখতে আশাবাদী এই কোচ। সেই সঙ্গে ফাইনালে তিনি এগিয়ে রাখছেন আবাহনীকেই, ‘আগামীকাল (আজ) ফাইনাল খেলা। আবার আমরা আবাহনীর মুখোমুখি হব, যাদের মনোবল অনেক বেশি এবং আমাদের চেয়ে এগিয়ে। তারা শেষ দুটি ম্যাচ জিতেছে (কিংসের বিপক্ষে), যদিও আমরা ম্যাচগুলোতে আধিপত্য বিস্তার করেছি, ফলাফল তাদের পক্ষেই ছিল। দুই সপ্তাহ আগে কাপ (ফেডারেশন কাপ) ম্যাচে আমরা পেনাল্টিতে হেরেছিলাম। আমার মতে, উভয় দলের জন্যই একটি কঠিন ম্যাচ হবে। আশা করি, এবার জয় আমাদের হবে, ছেলেরা ট্রফি ধরে রাখবে। ’ 

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৫
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।