ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রেইগ ব্রাথওয়েট। তার এই সিদ্ধান্তে ৪ বছর পর ক্যারিবীয় টেস্ট দলের অধিনায়ক বদল হতে যাচ্ছে।
ব্রাথওয়েটের নেতৃত্বে টেস্ট দলের যাত্রা শেষ হলেও, তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ কিছু গুরুত্বপূর্ণ জয় পেয়েছিল। যেমন ২০২২ সালে ইংল্যান্ডকে হারানো এবং অস্ট্রেলিয়ায় জয়।
এদিকে, রোভম্যান পাওয়েলের টি-টোয়েন্টি অধিনায়কত্ব কেড়ে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এই পরিবর্তনের পর, শাই হোপকে নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
শাই হোপ এর আগে ওয়ানডে দলেরও নেতৃত্ব দিচ্ছিলেন। বোর্ড জানিয়েছে যে, এই সিদ্ধান্তটি হেড কোচ ড্যারেন সামির পরামর্শ অনুযায়ী নেওয়া হয়েছে।
তবে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এখনো টেস্ট দলের নতুন অধিনায়ক ঘোষণা করেনি। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন অধিনায়ক আগামী সপ্তাহে ঘোষণা করা হবে।
ব্রাথওয়েটের অধিনায়কত্ব ছাড়ার পর সিডব্লিউআই জানিয়েছে, তিনি বছরের শুরুতে অধিনায়কত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন, পাকিস্তান সফর শেষ করার পর।
ব্রাথওয়েট বর্তমানে ১০০টি টেস্ট ম্যাচ খেলার দারুণ মাইলফলকের কাছে দাঁড়িয়ে আছেন। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ৩৯টি টেস্ট খেলেছে, যার মধ্যে ১০টি ম্যাচে জয় লাভ করেছে, কিন্তু ২২টি ম্যাচে হেরেছে।
বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৫
এমএইচএম