ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

চতুর্থ হয়ে লিগ শেষ করলো ঊষা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, এপ্রিল ১৮, ২০২৪
চতুর্থ হয়ে লিগ শেষ করলো ঊষা

গ্রীন ডেল্টা ইন্সুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগে নিজেদের শেষ ম্যাচটি জয়ে রাঙাল ঊষা ক্রীড়া চক্র। আজ মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র খেলায় বাংলাদেশ পুলিশ এসসিকে ২- ০ গোলে হারায় ঊষা।

জয়ী দলের আরশাদ হোসেন এবং ভারতের মোহাম্মাদ শারিক একটি করে গোল করেন। খেলার ২৭ মিনিটে আরশাদের ফিল্ড গোলে এগিয়ে যায় (১-০)। ৩৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করে দলটি (২-০)। এই জয়ে ১৫ খেলায়   ৩১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থেকে লিগ শেষ করল ঊষা।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।