ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

থাইল্যান্ডে সুরো কৃষ্ণ চাকমার চমক

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৪, জানুয়ারি ২৫, ২০২৪
থাইল্যান্ডে সুরো কৃষ্ণ চাকমার চমক

থাইল্যান্ডে চমক দেখিয়েছেন বাংলাদেশের পেশাদার বক্সার সুরো কৃষ্ণ চাকমা। ব্যাংককে পেশাদার বক্সিংয়ে থাইল্যান্ডের শীর্ষস্থানীয় বক্সারদের একজন সর্নরামকে সোপাকুলকে রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই দেননি তিনি।

 

দ্বিতীয় রাউন্ডে প্রতিপক্ষকে ধরাশায়ী করে টানা সপ্তম ম্যাচ জিতে চমক দেখিয়েছেন সুরো কৃষ্ণ। প্রথম রাউন্ডে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দ্বিতীয় রাউন্ডে এক মিনিট ৫০ সেকেন্ডেই শেষ হয়েছে ম্যাচ! সুরো কৃষ্ণের এক পাঞ্চেই নকআউট হয়ে যান থাই বক্সার। আর খেলার মতো অবস্থাই ছিল না।

সুরো কৃষ্ণের পরের ম্যাচ রয়েছে ফেব্রুয়ারিতে। ঢাকার রিংয়ে প্রতিদ্বন্দ্বী থাকছেন ভারতের এক বক্সার। সেখানেও আশাবাদী রাঙামাটি থেকে উঠে আসা বক্সার।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।