ঢাকা, বুধবার, ৬ কার্তিক ১৪৩২, ২২ অক্টোবর ২০২৫, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

ভাটারায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, অক্টোবর ২১, ২০২৫
ভাটারায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত ভাটারায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

ঢাকার ভাটারা থানা এলাকায় প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে বসুন্ধরা শুভসংঘ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) শুভসংঘের ভাটারা থানা শাখার সদস্যরা বিভিন্ন এলাকা ঘুরে প্লাস্টিক, পলিথিনসহ অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করেন।

পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৮,৯৯,২৫০ টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়। এসব বর্জ্য পরিবেশে থেকে ধীরে ধীরে মাইক্রো প্লাস্টিকে রূপ নেয়, যা খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের শরীরে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়।

এই বাস্তবতায় প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখা এ উদ্যোগ গ্রহণ করে।
অভিযানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ ভাটারা থানা শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপক, সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাদিয়া জাহান স্নেহা, সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন, সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান, অর্থ সম্পাদক নিশাত আফরিন, নারীবিষয়ক সম্পাদক মেহেরুন নেছা, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সাওদা আফরিন স্নেহা এবং অন্য সদস্যরা।

শাখার সভাপতি মো. সাব্বির হোসেন রুপক বলেন, ‘প্লাস্টিক দূষণ আজ প্রকৃতি ও মানব জীবনের জন্য ভয়ংকর হুমকি। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন করে পুনর্ব্যবহারযোগ্য বিকল্প গ্রহণ করলেই সম্ভব টেকসই ভবিষ্যৎ গড়া। আমাদের সবারই উচিত সচেতন হয়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা। ’

সাধারণ সম্পাদক মো. ইমদাদুল হক ইমন বলেন, ‘প্লাস্টিক পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। মানুষকে সচেতন করে বিকল্প ব্যবহারে উৎসাহিত করাই আমাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ’

সাংগঠনিক সম্পাদক এ ই এম ফাহিম হাসান বলেন, ‘আইন থাকা সত্ত্বেও এখনো প্রায় ৮০ শতাংশ মানুষ প্রতিদিন প্লাস্টিক ব্যবহার করছেন, যা নদী-নালা ও পরিবেশকে ভয়াবহভাবে দূষণ করছে। শুধু সরকারের নয়, আমাদের সবার দায়িত্ব এ বিষয়ে মানুষকে সচেতন করা। ’
এই অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে প্লাস্টিকের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব, টেকসই অভ্যাস গড়তে উদ্বুদ্ধ করা হয়।  


এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বসুন্ধরা শুভসংঘ এর সর্বশেষ