ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

মাইলস্টোনে নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এতিমখানায় খাবার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, জুলাই ২৫, ২০২৫
মাইলস্টোনে নিহতদের স্মরণে বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এতিমখানায় খাবার বিতরণ  বসুন্ধরা শুভসংঘের আয়োজনে এতিমখানায় খাবার বিতরণ করা হয়

চট্টগ্রাম: ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখা।  

বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম শহরের ঐতিহাসিক নিমতলা মাজার প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় এতিমখানার শিশু এবং বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার সদস্যরা।

মোনাজাত পরিচালনা করেন মো. ইয়াছিন আরাফাত হোসাইনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাফেজ মো. মঈন উদ্দীন আরিফ এবং হাফেজ মো. মাসুম।

বসুন্ধরা শুভসংঘ চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল বলেন, এ মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সবাই ব্যথিত। যারা অকালে প্রাণ হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এ দোয়া মাহফিলের আয়োজন করেছি। এ দুর্ঘটনা আমাদের পুরো জাতিকে বাকরুদ্ধ করে দিয়েছে। এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে সে আশা থাকবে যথাযথ কর্তৃপক্ষের কাছে।

সহ-সভাপতি মো. সাইফুদ্দিন বলেন, জাতীয় যে কোনো বিপর্যয়ে আমাদের তরুণদের এগিয়ে আসা উচিত। এ দোয়া মাহফিলের মাধ্যমে আমরা কেবল নিহতদের স্মরণ করিনি, শিশুদের মধ্যেও সহানুভূতির শিক্ষা ছড়িয়ে দিয়েছি।

অনুষ্ঠানে চট্টগ্রাম বসুন্ধরা শুভসংঘের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে আমরা এতিম শিশুদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের জন্য দোয়া করেছি। একইসঙ্গে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি বলে মনে করি।

বসুন্ধরা শুভসংঘের সদস্যরা জানান, ভবিষ্যতেও দেশের যে কোনো সংকটে মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।