ঢাকা: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও শোকসন্ধ্যা করেছে বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) আইইউবিএটি ক্যাম্পাসে বসুন্ধরা শুভসংঘ এবং ডিবেটিং ফোরাম অফ আইইউবিএটির সম্মিলিত আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এতে আইইউবিএটির শিক্ষক, বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, ডিবেটিং ফোরামের সদস্যরা, আইইউবিএটির সাধারণ শিক্ষার্থী এবং স্টাফরা অংশ নেন।
এসময় বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার মেন্টর (প্রশাসনিক) মাহতাব হোসেন নাইম বলেন, এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা যে সম্ভাবনাময় প্রাণগুলো হারিয়েছি, তা শুধু তাদের পরিবার নয়, পুরো জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন এবং পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন। বসুন্ধরা শুভসংঘ সবসময় মানবিকতার পাশে ছিল, আছে এবং থাকবে।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার অ্যাকাডেমিক মেন্টর জুহি জান্নাত মিম বলেন, প্রতিটি শিক্ষার্থী একটি স্বপ্ন, একটি সম্ভাবনা। এ শূন্যতা কোনোদিন পূরণ হবার নয়। আমরা দোয়া করছি, আল্লাহ যেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সভাপতি দীপ্ত পাল বলেন, এ দুর্ঘটনা কেবল একটি খবর নয়, এটি একটি জাতির স্বপ্ন হারানোর গল্প। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে, যেন আমরা শোককে শক্তিতে রূপান্তর করে সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে পারি।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সাধারণ সম্পাদক নাফিজ হাসান বলেন, নিহতরা আমাদের ভাই-বোন, আমাদের সমাজের অংশ। আজকের এ আয়োজন আমাদের মানবিক সংহতির প্রকাশ, আমরা একা নই, আমরা একসাথে।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ এলাহী অপু বলেন, এ ভয়াবহ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমরা তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। দোয়া করছি, আল্লাহ যেন তাদের জান্নাত নসিব করেন এবং আহতদের মানসিক ও শারীরিকভাবে সুস্থ করে তোলেন।
ডিবেটিং ফোরাম আইইউবিএটির প্রতিনিধিত্বকারী সাদি ইসলাম বলেন, এ দুর্ঘটনা আমাদের শেখায়, জীবন কত অনিশ্চিত, আর সহানুভূতি কত জরুরি। আমাদের উচিত আরও মানবিক হওয়া এবং এ শোককে শিক্ষায় রূপান্তর করা।
এসময় আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের সদস্য অনামিকা সরকার অ্যানি, শামীম আহমেদ ফাহিম অপূর্ব দাস তুর্য, শোভন কুমার শীল, সজল শাহা দ্বীপ, রাইমুন বিশ্বাস তানজিল চৌধুরী, রায়হান, হৃদয় বণিক, আতিকুর রহমান অভি, ফারজানা মনি, জাহারা কবির, প্রত্যয় সাহা, তানজিমুর রহমান, আরাফাত উদ্দিন রাহিম, শাহাদাৎ হোসাইন, মো. ওবায়েদ আলী, মো. শাহ্ নেওয়াজ বৃদ্ধি, আক্কাস আলীসহ অনেকে।
এসময় আইইউবিএটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব দোয়া পরিচালনা করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ মোনাজাত করেন।
আইইউবিএটির শিক্ষার্থীরা বলেন, এ আয়োজন প্রমাণ করে, দুঃখের সময় সম্মিলিতভাবে পাশে দাঁড়ানোই পারে সত্যিকারের সহানুভূতি ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হতে।
এসআই