ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বসুন্ধরা শুভসংঘ

বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জুলাই ২০, ২০২৫
বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে আলোচনা সভা হয়েছে

ভোলা: বাল্যবিয়ে রোধে বসুন্ধরা শুভসংঘ ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার আয়োজনে আলোচনা সভা হয়েছে।  

রোববার (১৭ জুলাই) ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের অংশগ্রহণে বাল্যবিয়ে প্রতিরোধে এ আলোচনা সভা হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ভোলা সদর উপজেলা শাখার সহ-সভাপতি ও ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরাফত হোসেন।  

বিশেষ অতিথি ছিলেন ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা মো. শরীফ আল মামুন, মো. আব্দুর রহমান, ফারহানা রশিদ ও বাদল চন্দ্র দে।  

বসুন্ধরা শুভসংঘের এ শাখার সাধারণ সম্পাদক যুথী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবিদ হোসেন রাফি, কার্যনির্বাহী সদস্য মো. অরিনসহ অনেকে।  

এসময় বক্তারা শিক্ষার্থীদের সঠিক শিক্ষা নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।  

প্রধান অতিথি মো. শরাফত হোসেন বলেন, বাল্যবিয়ে শুধু মায়ের স্বাস্থ্যের জন্যই নয় বরং শিশুর স্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। বাল্যবিয়ে প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে এবং শিশুদের পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।

বসুন্ধরা শুভসংঘ, ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয় শাখার উপদেষ্টা ফারহানা রশিদ বলেন, বাল্যবিয়ে রোধে স্কুল পর্যায়ে বসুন্ধরা শুভসংঘের এ রকম কার্যক্রমকে আমরা সাধুবাদ জানাই। বাল্যবিয়ের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। বসুন্ধরা শুভসংঘের উক্ত কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সচেতন হবে।

বসুন্ধরা শুভসংঘ, ভোলা জেলা শাখার সভাপতি মো. শাফায়াত হোসেন (সিয়াম) জানান, বাল্যবিয়ে, যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা- এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা। এজন্য বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ভোলা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক সেমিনার আয়োজন করা হচ্ছে।

এসময় ভোলা নৈশ ও দিবা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।