ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দেড় লাখ টাকার সেই বিদ্যুৎ বিল কমে হলো ২৬০০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২০, সেপ্টেম্বর ১৭, ২০২৫
দেড় লাখ টাকার সেই বিদ্যুৎ বিল কমে হলো ২৬০০

কুমিল্লা: দুটি ফ্যান, দুটি লাইট, একটি ফ্রিজ ও টেলিভিশনের মাসিক বিদ্যুৎ বিল এসেছে ১ লাখ ৬৭ হাজার টাকা। সেপ্টেম্বর মাসে গ্রাহককে এই বিল দেওয়া হয়।

অথচ গত আগস্ট মাসে একই গ্রাহককে দেওয়া হয়েছিল মাত্র ১ হাজার ৪০০ টাকার কিছু বেশি বিল। কিন্তু সেপ্টেম্বরের এমন ভুতুড়ে বিল পেয়ে হতবাক ও দিশাহারা বাড়ির মালিক।

গত রোববার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর ২ নম্বর ওয়ার্ডের ছোটরা কলোনির পশ্চিম গেটের এলাচি বাড়িতে এ ঘটনা ঘটে। পরে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিল কমিয়ে আনা হয়েছে ২ হাজার ৬০০ টাকায়।

ছোটরা এলাকার গৃহিণী তানজীদা আক্তার রিয়া জানান, সাড়ে চার বছর আগে তাদের দুই কক্ষের বাসাটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। বিষয়টি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১, শাসনগাছাকে জানিয়ে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের লিখিত আবেদন করেন। পরে সাড়ে চার বছর পর বাড়িটি পুনর্নির্মাণ করা হয়। আগস্ট মাসে তাকে ১ হাজার ৪০০ টাকার বিল দেওয়া হলেও ১৪ সেপ্টেম্বর দেওয়া হয় ১ লাখ ৬৭ হাজার ৬৮৪ টাকার বিল।

রিয়া বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ১ লাখ ৬৭ হাজার টাকার পরিবর্তে ২ হাজার ৬০০ টাকার বিল দেওয়া হয়েছে এবং তারা বলছেন, ভুলে এমন বিল হয়েছে। আমি প্রিপেইড মিটারের বিল দিয়েছি। আবার সাধারণ মিটারের বিল কেন দেব? আমি এক টাকাও বাড়তি বিল দেব না। ’

এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, আমাদের ৯০ হাজার গ্রাহক রয়েছে। কিছু ত্রুটি হতে পারে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

** আগস্টে বিদ্যুৎ বিল ১৪০০, সেপ্টেম্বরে দেড় লাখেরও বেশি

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।