ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ভারতীয় ট্রাক থেকে এয়ারগানসহ আটক ২

উপজেলা করেসপন্ডেন্ট, বেনাপোল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২১, সেপ্টেম্বর ৭, ২০২৫
ভারতীয় ট্রাক থেকে এয়ারগানসহ আটক ২

যশোর: বেনাপোল স্থলবন্দরে ভারতীয় কাঁচামরিচবাহী একটি ট্রাক থেকে এয়ারগানসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল কার্গো ইয়ার্ড টার্মিনালের আমদানি-রপ্তানি মেইন গেটে এ ঘটনা ঘটে।

আটক গুরজীত সালজু (৩১) ভারতের মধ্যে প্রদেশের জাস পাল সালুজার ছেলে এবং একই অঞ্চলের মালকিয়া নাওয়াদির ছেলে হেল্পার রাম দাস নাওয়াদি (২৪)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের হাবিলদার জাহাঙ্গীর আলম জানান, তাদের একটি টহল দল ভারতীয় ট্রাকে তল্লাশি চালায়। এ সময় ট্রাক থেকে একটি এয়ারগান (পিস্তল) ও ৯৩টি এয়ার পেলেট (গুলি) উদ্ধার করা হয়।

এসময় ভারতীয় ট্রাক ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে তারা জানান, প্রথমবারের মতো বাংলাদেশে মালবাহী ট্রাক নিয়ে আসেন এবং নিজেদের নিরাপত্তার জন্য ভারতের স্থানীয় বাজার থেকে এয়ার পিস্তলটি কিনে সঙ্গে এনেছেন।

জানা যায়, আটক ট্রাকের আমদানিকারক প্রতিষ্ঠান শিমু এন্টারপ্রাইজ ঢাকা এবং বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট ওমর অ্যান্ড সন্স।  

আটক ভারতীয় নাগরিকদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।