ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

‎এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, সেপ্টেম্বর ৬, ২০২৫
‎এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না: এ্যানি বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

‎‎এক ব্যক্তির শাসন ব্যবস্থা বাংলাদেশে আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

‎তিনি বলেন, এক দলীয় এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থায় ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদ এবং স্বৈরাচারী মনোভাব, মানসিকতায় বাংলাদেশের শাসন ব্যবস্থায় যে অবস্থানটুকু তৈরি হয়েছে।

সাধারণ মানুষের স্বাভাবিক রাজনীতি, চলাফেরা ও জীবনযাপন করা যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এটা আর চলতে দেওয়া যায় না। দেশ ও জনগণের সেই অবস্থার কথা চিন্তা করেই বিএনপি প্রথমে ২৭ দফা পরে ৩১ দফা নিয়ে মাঠে নেমেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর রায়পুর সরকারি মার্চেন্টস একাডেমী মাঠে রায়পুর উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন।  
‎‎এ্যানি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে থাকলেও বিগত আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। দেশে একটি নতুন সুশাসন প্রয়োজন এবং নতুন শাসন ব্যবস্থা জরুরি।  

‎খালেদা জিয়া জনমানুষের আস্থা ও সম্মানের স্থান উল্লেখ করে এ্যানি বলেন, বিগত ১৭ বছরে অত্যাচারিত এবং নির্যাতিত। মিথ্যা সাজানো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। বিগত দুই বছর অসুস্থ হয়ে করাবরণ করেছেন। কিন্তু এদেশের মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া রয়েছেন। তার পরামর্শেই বিএনপিকে গণমানুষের দল হিসেবে জনগণের আস্থা অর্জনে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা।

‎রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন নিজান, বাফুফের সহ- সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু প্রমুখ।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।