ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ফরিদপুর আশ্রয়ণকেন্দ্রে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, সেপ্টেম্বর ৬, ২০২৫
ফরিদপুর আশ্রয়ণকেন্দ্রে গৃহবধূর মৃত্যু, স্বামী আটক আশ্রয়ণকেন্দ্র

ফরিদপুরের সালথা উপজেলায় অন্তরা বেগম (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

অন্তরার মৃত্যু নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় তার স্বামী মিরু শেখকে (৩৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ জানায়, অন্তরা ও তার স্বামী মিরু শেখ তাদের দুই সন্তান নিয়ে সালথা উপজলার সোনাপুর ইউনিয়নের নটখোলা নীলভিটা আশ্রয়ণকেন্দ্রে সরকারি ঘরে বসবাস করতেন।  

আশ্রয়ণের এক বাসিন্দা জানান, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সকালে অন্তরা অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে বোয়ালমারী হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, অন্তরার মৃত্য নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। তার মুখে সামান্য আঘাতের চিহ্ন রয়েছে বলে জানতে পেরেছি। এজন্য জিজ্ঞাসাবাদের জন্য অন্তরার স্বামী মিরুকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, অন্তরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।