ঢাকা, রবিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

সিলেট সীমান্তে ৫৩ মহিষসহ ভারতীয় মালামাল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, সেপ্টেম্বর ৬, ২০২৫
সিলেট সীমান্তে ৫৩ মহিষসহ ভারতীয় মালামাল জব্দ আটক মহিষ।

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ৫৩টি মহিষসহ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের বিশেষ অভিযানে জৈন্তাপুরের সারিঘাট এলাকায়, সীমান্ত জিরো লাইন থেকে সাড়ে ৩ কিলোমিটার ভেতরে এসব মহিষ আটক করা হয়।

বিজিবি জানায়, আটক মহিষের সিজার মূল্য প্রায় ৯৯ লাখ ৪০ হাজার টাকা।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর বিওপির একটি আভিযানিক টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় কম্বল জব্দ করে, যার সিজার মূল্য ৩২ হাজার টাকা।  

বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।