ঢাকা, বৃহস্পতিবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিরের বিশাল শোডাউন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৮, সেপ্টেম্বর ৪, ২০২৫
ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিরের বিশাল শোডাউন ঘাটাইলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাসিরের বিশাল শোডাউন

টাঙ্গাইল: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাটাইল উপজেলা বিএনপির আয়োজনে বিশাল শোডাউন ও বর্ণাঢ্য র‍্যালি করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ওবায়দুল হক নাসির।  
 
বুধবার (৩ সেপ্টেম্বর) ঘাটাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ র‍্যালি হয়।

র‍্যালিটি ঘাটাইল পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

র‍্যালির আগে এক সমাবেশে এস এম ওবায়দুল হক নাসির বলেন, আজকের এ বিশাল গণজমায়েত ও র‍্যালি প্রমাণ করেছে, ঘাটাইলের মাটি ধানের শীষের ঘাঁটি। ঘাটাইলের মাটি আগামীর দেশনায়ক তারেক রহমানের ঘাঁটি। আপনারা বিএনপিকে ভালোবেসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়াকে ভালোবেসে যেভাবে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছেন, আপনারা আমার পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা ঘাটাইলের এ আসন তারেক রহমানকে উপহার দেবো।  

এসময় ঘাটাইল উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক সানা, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত করিম, সাবেক সভাপতি শামসুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেলাল, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম খান রতন, আনেহলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিউর রহমান মুক্তা, দিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিঘলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক রানা কাজী, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন শামীম, পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ