পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় অবদান রাখায় রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ‘ব্রাক ব্যাংক–তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ ও বৃক্ষসখা সম্মাননা’পেয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) ঢাকায় বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পদক ও সম্মাননা অনুষ্ঠানে সবুজ চাকমার হাতে এ পুরস্কার তুলে দেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
প্রকৌশলী সবুজ চাকমা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কৃতী সন্তান। পেশাগত কাজের বাহিরেও তিনি একজন শৌখিন আলোকচিত্রী ও প্রকৃতি-পরিবেশপ্রেমী।
সবুজ চাকমা পার্বত্য চট্টগ্রামের পরিবেশ-প্রকৃতিবিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘বায়োডাইভার্সিটি কনজারভেশন সোসাইটি অব সিএইচটি’র অন্যতম সংগঠক ও প্ল্যানটেশন ফর নেচারের প্রতিষ্ঠাতা সবুজ চাকমা। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ের বন্যপ্রাণী ছবি তুলছেন।
প্রকৃতি রক্ষার নিজের দায়বদ্ধতা থেকে গড়ে তুলেছেন অলাভজনক প্রতিষ্ঠান প্লানটেশন ফর নেচার। এর মাধ্যমে এ পর্যন্ত তিনি ৮৭ হাজার ৫৬০ টি পাখি বান্ধব চারা বিতরণ এবং রোপণ করেছেন।
এছাড়া খাগড়াছড়ি সড়ক বিভাগে কর্মরত অবস্থায় সড়কের দুই পাশে প্রায় চার হাজার পাখিবান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপণ করেন। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় রাঙামাটিতেও সওজ লেক ভিউ গার্ডেনের উদ্যোগ নেন সবুজ চাকমা।
উল্লেখ্য যে, ২০২৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগ আয়োজিত বাটারফ্লাই অ্যাওয়ার্ড অর্জন করেন সবুজ চাকমা।
এসআরএস