ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

সারাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডি

কুমিল্লায় মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, জুলাই ২৭, ২০২৫
কুমিল্লায় মাহতাবের সমাধিতে বিমান বাহিনীর শ্রদ্ধা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত মাহতাবের সমাধিতে বিমানবাহিনীর শ্রদ্ধা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত মাহতাবের বাড়িতে এসে স্বজনদের সঙ্গে দেখা করেছে বিমান বাহিনীর প্রতিনিধি দল।

রোববার (২৭ জুলাই) দুপুরে মাহতাবের গ্রামের বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ গ্রামে আসেন তারা।

বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে আসা প্রতিনিধি দল নিহত মো. মাহতাব রহমান ভুইয়ার সমাধিতে শ্রদ্ধা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বিমান বাহিনীর উইং কমান্ডার মো. আতিক হাসান ও  মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া।

উইং কমান্ডার আতিক হাসান বলেন, বিমান বাহিনী এবং বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রয়াত মাহতাবের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়েছে। এ দুর্ঘটনায় আমরা শোকাহত। সারাদেশের মানুষের সঙ্গে আমরাও দোয়া করছি যেন নিহত শিক্ষার্থীদের বাবা-মা এই শোক কাটিয়ে উঠতে পারেন। সেইসঙ্গে যারা আহত আছে তারাও যেন দ্রুত আরোগ্য লাভ করতে পরে সেজন্য দোয়া করছি।  

মাইলস্টোন ট্র্যাজেডির তদন্তের বিষয়ে উইং কমান্ডার আতিক হাসান জানান, তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং নিহত ও আহতদের পরিবারকে যে সহযোগিতা করা হবে তা আইএসপিআরের মাধ্যমে জানানো হবে।

মাহতাবের বাবা মো. মিনহাজুর রহমান ভুইয়া বলেন, সারাদেশের মানুষ আমার সন্তানের জন্য দোয়া করেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমি চাই আমার ছেলে যেন শহীদের মর্যাদা পায়।  

উল্লেখ্য, গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল ছুটির আগ মুহূর্তে স্কুলের ভবনে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী ও শিক্ষক হতাহত হন। এ ঘটনায় সপ্তম শ্রেণির মাহতাব রহমান গুরুতর আহত হয়। দুর্ঘটনায় তার শরীরের প্রায় ৭৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পরে সেনাবাহিনী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলার আইসিইউতে চিকিৎসাসেবা দেওয়া হয়।

এ অবস্থায় বৃহস্পতিবার (২৪ জুলাই) মাহতাবের মৃত্যু হয়। ওইদিন রাতেই দেবিদ্বারের চুলাশ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। অগ্নিদগ্ধ এক ছেলের দৌড়ানোর করুণ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ছেলেটিই মাহতাব।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।