দিনাজপুরে ঝড়ের মধ্যে ইজিবাইকের ওপর গাছ পড়ে গীতা রানী (৪৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ২ বছর বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় সদর উপজেলার আংরাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত গীতা রানী সদর উপজেলার কমলপুর এলাকার রামলালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইকে করে বাসার দিকে যাচ্ছিলেন গীতা রানী। পথে আংরাপুল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় একটি গাছ ইজিবাইকের ওপর পড়লে দুমড়ে মুচড়ে যায় ইজিবাইকটি। এতে গুরুতর আহত হন তারা। পরে তাদের দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার গীতা রানীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বাসুদেবপুর এলাকার শাহীনুর ইসলামের মেয়ে মাহাবুবা (২৭ মাস) গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হবে।
জেএইচ