ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

সারাদেশ

যেখানে অন্যায়-দুর্নীতি, সেখানেই প্রতিবাদ: জামায়াত আমির 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৯, জুলাই ২২, ২০২৫
যেখানে অন্যায়-দুর্নীতি, সেখানেই প্রতিবাদ: জামায়াত আমির  জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের স্মরণসভায় ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ, যেখানে দুর্নীতি সেখানে অবশ্যই আমাদের প্রতিবাদ চলবে।  

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় ঈশ্বরদী উপজেলা- পৌর জামায়াতের আয়োজনে পাবনার ঈশ্বরদী শহরের আলহাজ্ব মাঠ উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত কর্মী কলম বিশ্বাসের স্মরণসভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহ মানুষকে পয়দা করেছেন। সেই আল্লাহ ছাড়া এই মানুষদের কেউ ভালোবাসে না। সেই মহান আল্লাহ জাতির জন্য যে বিধান দিয়েছেন, তা শ্রেষ্ঠ বিধান। সেটি আল-কোরআন। আল-কোরআনের পথ ধরে এই বাংলার মানুষের মুক্তি আসবে।  

তিনি আরও বলেন, বাংলাদেশ একটা দুর্নীতিমুক্ত দেশ হবে, সোনার বাংলা হবে বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু সমাজ লোভের জালে বন্দি করে ফেলেছে। সেই জাল ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে। এদেশে দুর্নীতিবাজদের অস্তিত্ব আমরা সহ্য করব না। এ ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যত বড় শক্তি হোক না কেন! মহান শক্তিধর আল্লাহর শক্তির ওপর নির্ভর করে আমরা সব অন্যায়ের মোকাবিলা করব।

অনুষ্ঠানে ঈশ্বরদী উপজেলা জামায়াতে আমির অধ্যাপক ড. নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলামের সঞ্চালনে বিশেষ অতিথির বক্তব্য দেন- জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, জেলা জামায়াতে আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল প্রমুখ। এছাড়াও ঈশ্বরদীসহ জেলার বিভিন্ন উপজেলার জামায়াতের আমিররা উপস্থিত ছিলেন।  

তার আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বহনকারী হেলিকপ্টারটি দুপুর দেড়টায় পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় অবস্থিত ' ঈশ্বরদী স্টেডিয়াম মাঠে অবতরণ করে। সেখান থেকে জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাসের করব জিয়ারত করেন। পরে তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিকেল ৩টায় তিনি ঈশ্বরদী শহরের আলহাজ্ব উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিলে যোগ দিয়ে বিশেষ মোনাজাত করেন তিনি।  

তার আগে দুপুরের আগেই পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে মিনিবাস- মোটরসাইকেলে করে জামায়াতের নেতাকর্মীরা ঈশ্বরদী শহরের আলহাজ্ব মিলস উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়। স্মরণসভা হলেও তা জনসভায় রূপ নেয়।  

উল্লেখ্য শনিবার (১৯ জুলাই) জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিতে পাবনার ঈশ্বরদী থেকে ঢাকা যাওয়ার পথে শুক্রবার (১৮ জুলাই) রাতে ঢাকার গাজীপুরের চান্দুরায় বাসে স্ট্রোক করে মারা যান জামায়াত কর্মী মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।