গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর এলাকায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে আহত হয়েছে আরও ৩ জন।
নিহত হলেন, নরসিংদীর মাধবদী উপজেলার বালুচর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে শান্ত (২০)। আহতরা হলেন, কালীগঞ্জের বড়হরা এলাকার রিফাত (১৯), ভাটিরা এলাকার রুবেল (২৮) ও বান্দাখোলা এলাকার আবদুল্লাহ (২৭)।
মঙ্গলবার (২২ জুলাই) ভোরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কালীগঞ্জের রামচন্দ্রপুর এলাকায় শামসুদ্দিন মোল্লার গোয়ালে ৫/৭ জনের একদল চোর হানা দেয়। এ সময় শব্দ পেয়ে পাশের ঘরে ঘুমিয়ে থাকা শামসুদ্দিন মোল্লা জেগে উঠে। পরে বিষয়টি মোবাইলে অন্যান্য লোকদের জানায়। একপর্যায়ে মসজিদের মাইক দিয়ে মাইকিং করা হয়। এ সময় এলাকাবাসী চোর সন্দেহে চারজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। তিনজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে হাসপাতালে পাঠায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, এলাকাবাসী চোর সন্দেহে চারজনকে আটক করে পিটুনি দেয়। এ ঘটনায় একজন মারা যায়। তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরএস/এএটি