ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

সারাদেশ

সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৮, জুলাই ১৮, ২০২৫
সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে: রেজাউল করীম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বক্তব্য দিচ্ছেন

নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, আমরা আর কখনও খুনি ও চাঁদাবাজদের সহযোগী হবো না। এদেশ আমাদের, এদেশে জন্মগ্রহণ করেছি, এ দেশকে সুন্দর করার জন্য আপনার আমার সবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে।

সামনের নির্বাচন পিআর পদ্ধতিতে দিতে হবে। এর বিকল্প কেউ চিন্তা করলে সে দেশ প্রেমিক হতে পারে না।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নগরের ডিআইটি এলাকায় ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও জুলাই ঘোষণাপত্র পাঠের দাবিতে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পরে এদেশের মানুষ আর অন্য কোনো দলকে ক্ষমতায় দেখতে চায় না। এখন বাংলাদেশের মানুষ ও মাটি চায় ইসলামী নীতি ও আদর্শের শাসন।

তিনি বলেন, গত ১৮ জুনের ঢাকার মহাসমাবেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের প্রধানরা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে গেছেন। আজকেও নারায়ণগঞ্জের পূজা উদযাপন কমিটির দায়িত্বশীলরা এসে ইসলামী আন্দোলনের অবদানের প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন। তারা বলেছেন, স্বৈরাচার তাড়ানোর পর তারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা আছি আপনাদের সঙ্গে।

এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।