ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, জুলাই ১৮, ২০২৫
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে ৬ কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য আটক ৪৮ বিজিবির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে

সিলেট: সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে সিলেট শহরে অবস্থিত ৪৮ বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি এবং সোনালীচেলা বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকা ঘিরে চালানো পৃথক অভিযানে ভারতীয় তৈরি শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।

এছাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল, সেনাবাহিনীর সহায়তায়, গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মধ্যবর্তী সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট-এন ক্রিম ও জিলেট ব্লেড উদ্ধার করা হয়।

সব মিলিয়ে জব্দকৃত পণ্যের মোট মূল্য প্রায় ৫ কোটি ৯৫ লাখ টাকা বলে জানায় বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আমরা চোরাচালান বন্ধে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পাশাপাশি, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের কার্যক্রমও চলমান রয়েছে।

বিজিবি জানায়, আটক মালামালের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।