ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি: হাসান হাফিজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, জুলাই ১৮, ২০২৫
ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি, এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি: হাসান হাফিজ কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বক্তব্য দিচ্ছেন

মানিকগঞ্জ: কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ বলেছেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, এখন সে দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। গত ফ্যাসিবাদের সময় উন্নয়নের নামে আমাদের সমস্ত কিছু (ভোটাধিকার, গণতন্ত্র,মানবাধিকার) অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, হাজার হাজার প্রাণের বিনিময়ে আজ আমরা মুক্ত হয়েছি।

শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া’র কৈট্টা এলাকায় প্রশিকার তিনদিন ব্যাপী বাজেট কর্মশালায় মুখ্য আলোচকের বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আপনারা জানেন আমরা জুলাই মাসে দাঁড়িয়ে কথা বলছি, জুলাইযোদ্ধা ও যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছেন,গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কবি হাসান হাফিজ বলেন, সামনে নির্বাচন, অতি সম্প্রতি গোপালগঞ্জে কী ঘটেছে, তার আগে ঢাকায় কি হয়েছে, এসবই একটা ডিজাইনের অংশ। আমাদের দেশের ভেতর ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে, যাতে করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হয়। বাংলাদেশ যাতে উন্নয়নের পথে বাধাগ্রস্ত না হয় সে জন্য আমাদের অধিকতর সচেতনতা তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিকা মাঝখানে রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িয়ে তাদের ইমেজ নষ্ট করেছিল, আল্লাহর রহমতে সে অবস্থা থেকে নিজেদের কাটিয়ে তুলেছেন এবং নিজেদের ইমেজ পুনরুদ্ধার করেছে। আমরা চাইবো ভবিষ্যতে লিডিং এনজিও হবে এবং বিশ্বের একটি রোল মডেলে নিজেদের প্রতিষ্ঠিত করবে। আপনারা বাংলাদেশের গ্রামগঞ্জে কাজ করেন, আপনারা আমাদের মুরব্বিদের পরামর্শ নেবেন। আমাদের যে নিজেদের নিজস্ব ঐতিহ্য আছে সে বিষয়গুলোতে কাজ করবেন। সমাজ থেকে বাল্যবিয়ে রোধে কাজ করবেন, মাদকাসক্তির মতো ভয়ংকর অবস্থা থেকে রক্ষায় কাজ করবেন।

এ সময় প্রশিকা গভর্নিং বডির চেয়ারম্যান কবি ও সাহিত্যিক রোকেয়া ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক মশিয়ার রহমান, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রফেসর ডা. এম.এ সামাদ, প্রশিকার মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।