ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

সারাদেশ

ভোলায় ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:৫০, জুলাই ১৮, ২০২৫
ভোলায় ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ জব্দ সামুদ্রিক মাছ

ভোলার লালমোহনে অভিযান চালিয়ে ২০ কেজি হাঙরসহ ৮০০ কেজি সামুদ্রিক মাছ ও দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ১৪ জুলাই বিকেল ৩টা থেকে ১৫ জুলাই রাত ১টা পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণজোন অধীনস্থ কোস্টগার্ড আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন থানাধীন গজারিয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট (এফ বি মায়ের দোয়া-২ এবং এফ বি নবীপুর-৪) ও ২০ কেজি হাঙরসহ ৮০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।  পরে জব্দ মাছগুলো উপজেলা মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়, হাঙর মাছ বন বিভাগ প্রতিনিধিদের উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং জব্দ ট্রলিং বোটের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরূপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।