ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

বাস থেকে নামিয়ে তরুণী অপহরণ, ৫ নারী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, জুলাই ১৭, ২০২৫
বাস থেকে নামিয়ে তরুণী অপহরণ, ৫ নারী কারাগারে নারীকে অপহরণ ও মারধরের ভিডিও ভাইরাল

তরুণীকে বাস থেকে নামিয়ে মারধর ও অপহরণের ঘটনায় হবিগঞ্জে পাঁচ নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে’র আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন-রিনা আক্তার, তার মেয়ে মিনা আক্তার, পান্না, সাহেদা ও লুবনা আক্তার।  
 
আদালত পরিদর্শক নাজমুল হোসেন জানান, গ্রেপ্তার নারীদের সবাই হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের বাসিন্দা এবং ভুক্তভোগী নাসিমার স্বামী কাউছার মিয়ার আত্মীয়।
 
ভুক্তভোগী তরুণী নাসিমার বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। তার ভাই ছালেক মিয়া জানান, স্বামী কাউছারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করার পর ৭ জুলাই মাধবপুরগামী বাসে ওঠেন নাসিমা। একপর্যায়ে পাইকপাড়া এলাকা থেকে বাসে ওঠেন পাঁচ নারী, যারা পরে প্রকাশ্যে তাকে মারধর ও জোর করে নামিয়ে নিয়ে যান।
 
এক যাত্রী ঘটনার ভিডিও ধারণ করে ছড়িয়ে দেন সামাজিক যোগাযোগমাধ্যমে, যা ভাইরাল হয়।

নাসিমার পরিবারের অভিযোগ, কাউছার পরকীয়ায় জড়িয়ে পড়েন ও যৌতুকের জন্য তাকে নির্যাতন করতেন। এ ঘটনায় মামলা করার পরই প্রতিশোধ নিতে তাকে অপহরণ করেন ওই পাঁচ নারী।
 
এ ঘটনায় ছালেক মিয়া ১১ জনকে আসামি করে মামলা করেন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।